অস্ত্রসহ রোহিঙ্গা 'ডাকাত' গ্রেপ্তার


অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে উলা মিয়া নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। 

পুলিশের দাবি, আটক হওয়া যুবক ডাকাত দলের সদস্য। অভিযানে তার কাছ থেকে গুলিসহ দুইটি এলজি উদ্ধার করা হয়েছে।

আটক উলা মিয়া টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের জায়েদ আলমের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বডুয়া জানান,  মঙ্গলবার সকালে ডাকাতির প্রস্তুতির জন্য অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে পরিদর্শক (অপারেশন) রাজু আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার  (ইটের) ইবিসি ব্রিক ফিল্ডের মাটিতে লুকিয়ে রাখা গুলি ভর্তি দুইটি এলজি উদ্ধার করা হয়। 

উলা মিয়ার বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Post a Comment

Previous Post Next Post