'সানরাইজার্স ছত্রপুর' ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু



জিয়াউর রহমান: কানাইঘাটের গাছবাড়ীতে 'সানরাইজার্স ছত্রপুর' ক্রিকেট ক্লাবের আত্নপ্রকাশ হয়েছে। ক্লাবটির অভিষেক ও সদস্যদের মধ্যে জার্সি প্রদান  উপলক্ষে ১৪ এপ্রিল সন্ধায়  গাছবাড়ীস্থ 'রহমান-কমপ্লেক্সে'এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
স্থানিয় ইউ.পি সদস্য আফতাব উদ্দিনের সভাপতিত্বে রেজাউল করিম মছরুরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সদস্য ও দলীয় অধিনায়ক শায়খুল ইসলাম আনোয়ার।
এছাড়াও আরো বক্তব্য রাখেন ক্রীড়াবীদ কামরুল ইসলাম ডালিম, গাছবাড়ী ছাত্রলীগ নেতা  সারোওয়ার হোসাইন,  ক্লাব সদস্য- তোফায়েল আহমদ, আবু হুরায়রা। উপস্হিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা শরিফ উদ্দিন, বাবুল আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন।
বক্তাগন- গ্রামের ক্লাবটির অতিতের গৌরব উজ্জ্বল ইতিহাসের দিক তুলে ধরে প্রশংসা করেন এবং নতুন নামে ক্লাবটির যাত্রাকে স্বাগত জানিয়ে ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্লাব সদস্য- শাহিনুল করিম সাজু, ইয়াহইয়া, ফাহিম, রহিম, আতিক হাসান, ঈসা মিয়া, জসিম, মাছুম, আব্দুর রহমান, সাজু,  মায়রুফ,  রহিম, আতিক, ঈসমাইল, বিলাল, নাসিম, ক্লাবের সকল সদস্য ও বাজারের অনেক ব্যবসায়ী।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ প্রত্যেক সদস্যের হাতে একটি করে জার্সি তুলে দেন।

Post a Comment

Previous Post Next Post