১ মে রাতে শবে বরাত


অনলাইন ডেস্কঃ ১ মে রাতে সারা দেশে পালিত হবে শবে বরাত। বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৭ এপ্রিল) ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত জানায়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনে এই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, “বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে।”

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। সেই হিসেবে এবার ২ মে সরকারি ছুটি থাকবে সেই সাথে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি থাকায় টানা দুই দিন (মঙ্গল ও বুধবার) ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।

সেই সাথে ২৯ এপ্রিল (রবিবার) বুদ্ধ পূর্ণিমার সাধারণ ছুটি থাকায় এই বছরের ১৮তম সপ্তাহে মাত্র ২টি কর্মদিবস থাকছে। 

Post a Comment

Previous Post Next Post