নতুন অতিথি আসছে সানিয়া-মালিকের ঘরে

স্পোর্টস ডেস্কঃ বিয়ের ৮ বছর পর বাবা-মা হতে চলেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা দম্পতি। খুব শিগগিরই তাদের ঘর আলোকিত করতে আসছে নতুন অতিথি। সানিয়া মির্জা নিজেই এ খবর দিয়েছেন।  নিজের ইন্সটাগ্রাম পেজে এমন সুখবরটি প্রকাশ করেন সানিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি ছবি শেয়ার করে সানিয়া ক্যাপশনে লিখেন, ‘#বেবিমির্জামালিক’

এর আগে চলতি বছরের শুরুতে সানিয়া তাদের অনাগত সন্তানের ডাকনাম রাখেন, ‘মির্জা মালিক’। তিনি বলেছিলেন, ‘আজ আমি আপনাদের একটি গোপন কথা বলছি। আমি এবং আমার বর সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তানের নাম হবে মির্জা মালিক, শুধুমাত্র মালিক নয়। আমরা আসলে একটি কন্যা সন্তান চাই।’

উল্লেখ্য, ২০১০ সালে বিয়ের বন্ধনে জড়ান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকা খেলোয়াড় সানিয়া ও মালিক।

Post a Comment

Previous Post Next Post