এই বৈশাখে 'ডানাকাটা পরী' শাড়ি



অনলাইন ডেস্কঃ ডানাকাটা পরী। এটি একটি গান। চিত্রনায়িকা পরীমনি অভিনীত রক্ত চলচ্চিত্রের আইটেম গান এটি। রক্ত ছবি তুমুল আলোচিত হলেও ব্যাবসায়িক দিক উল্লেখ করার মতো ছিল না। তবে 'আমি ডানা কাটা পরী' গানটি এতোটাই জনপ্রিয় হয়ে যায় যে সবার মুখে মুখে ফেরে এখনো।

পরীমনি অভিনীত ইতোমধ্যে ব্লকবাস্টার দুটি ছবি মুক্তিপেয়েছে। একটি মাস্টার মেকার মালেক আফসারীর অন্তর জ্বালা, অন্যটি স্বপ্নজাল। যেখানে পরীমনি শুভ্রা চরিত্রে অনন্য অভিনয় করেছেন। কিন্তু পরীমনিকে ফোন দিলে তাঁর ফোনে কলার টিউন 'আমি ডানাকাটা পরী' গানটি এখনো বেজে যায়।

অর্থাৎ পরীমনিরও ভীষণ পছন্দের এই গান। পছন্দ হবারই কথা। কেননা তাঁর নামের ওপর নির্মিত হয়েছে এই গান। কিন্তু গানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার বৈশাখে 'ডানাকাটা পরী' শাড়ি বের হয়ে গেল। অর্থাৎ এবার বৈশাখে পরীমনির ডানা কাটা পরী ভক্তদের শরীরে জড়িয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post