ভারতে মৃত বাঘের মাথে সেলফি তোলার হিড়িক!



অনলাইন ডেস্কঃ মৃত বাঘ দেখতে ভিড় জমছে বাঘঘরার জঙলে। কেউ কেউ ছিঁড়ে নিল বাঘের লোম। কাউকে কাউকে আবার দেখা গেল বাঘের নিথর দেহের সামনে বসে রীতিমতো পোজ দিয়ে সেলফি তুলতে। পশ্চিম মেদিনীপুরের জঙলে বাঘের মৃত্যুকে ঘিরে কার্যত 'উৎসব'-এ মেতে উঠতে দেখা গেল গ্রামবাসীকে।

এদিন বাঘের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বাঘঘরার জঙলে ভিড় জমে যায় মানুষের। মৃত বাঘকে একবার ছুঁয়ে দেখার জন্য হুলুস্থুল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সবাই যাতে একবার চোখের দেখা দেখতে পায়, সেজন্য বাঘঘরার ফুটবল মাঠে লালগড়ের বাঘের দেহ রাখার দাবি জানায় গ্রামবাসী।

এই নিয়ে পুলিশের সাথে রীতিমতো বাকবিতাণ্ডা বেঁধে যায় গ্রামবাসীদের। যদিও তারপর অবশ্য তাদের দাবি মোতাবেক বাঘঘরার মাঠে রাখা হয় বাঘের দেহ। গাড়িতে শায়িত নিথর লালগড়ের বাঘকে দেখতে মাঠে উপছে পড়ে ভিড়। কেউ বাঘের গা ছুঁয়ে নিশ্চিত হয় মৃত্যু সম্পর্কে। কেউ কেউ আবার মৃত বাঘকে প্রণামও করে।

গত দেড়মাস ধরে বাঘের আতঙ্কে কাটা হয়েছিল গোটা লালগড়বাসী। আজ সেই আতঙ্ক ঘুচতেই যেন 'উৎসবের উচ্ছ্বাস'! 

ভারতীয় বন দফতর জানিয়েছে, মেদিনীপুরে বাঘের দেহের ময়নাতদন্ত হবে। তারপর সেখানেই বাঘটিকে মাটিচাপা দেয়া হবে। 

Post a Comment

Previous Post Next Post