মৌলভীবাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা


অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের অভিযানে নির্ধারিত মাপের ইট বিক্রি না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ এপ্রিল) মৌলভীবাজারের সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে রায়শ্রীতে অবস্থিত সমবায় ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, বরমানে অবস্থিত কালাম ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, ইসলামপুরে অবস্থিত ফার্মস ফুডকে ১৫ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এই অভিযানে সহযোগিতায় ছিলেন সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর শেকর কান্তি পাল, সদর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলেয়া খানম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহিম দে এবং র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে র‍্যাব সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Post a Comment

Previous Post Next Post