অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান ব্যবস্থা বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সাহসী ঘোষণায় বিএনপি নিদারুনভাবে হতাশ হয়েছে।
ভুলতা এলাকায় ফ্লাইওভার বিষয়ে মন্ত্রী বলেন, ফ্লাইওভার দুটির কাজ চলতি বছরের শেষে সম্পন্ন হলে আর যানজট থাকবে না। আর চালকদের সহনশীল হতে হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও রাজনৈতিক নেতারা।
