স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে কুলাউড়ায় পুলিশ এসল্ট মামলায় হাজতে আটক বিএনপির ৪০ নেতাকর্মী
জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় ১৭ দিন কারাভোগের পর মুক্তি পেলেন তাঁরা।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত এই জামিন
মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবি এড. তোফায়েল আহমদ সবুজ, এড. সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ও এড. মুজিবুর রহমান মুজিব তাদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জানা যায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেই ঘটনায় ৫ পুলিশ আহত মর্মে একইদিন রাতে উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।
গত ৯ এপ্রিল ওই মামলার হাজিরা দিতে গেলে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এড. আবেদ রাজা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবি এড. তোফায়েল আহমদ সবুজ, এড. সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ও এড. মুজিবুর রহমান মুজিব তাদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জানা যায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেই ঘটনায় ৫ পুলিশ আহত মর্মে একইদিন রাতে উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।
গত ৯ এপ্রিল ওই মামলার হাজিরা দিতে গেলে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এড. আবেদ রাজা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
