ক্রেডিট কার্ড জালিয়াতির মূলহোতা গ্রেফতার


অনলাইন ডেস্কঃ পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে সিআইডির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার (২৫ এপ্রিল) সকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, সম্প্রতি পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।

তবে ওই ব্যক্তির নাম-পরিচয় বা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি সিআইডি। 

সিআইডি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি দল। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৫০০ ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রি উদ্ধার করা হয়। সুত্রঃ বিডিলাইভ২৪

Post a Comment

Previous Post Next Post