জাহ্নবীকে নিয়ে বিতর্কিত খবরে ক্ষুব্ধ সৎ ভাই অর্জুন কাপুর



বিনোদন ডেস্কঃ শ্রীদেবীর চলে যাওয়ার পর থেকে তার মেয়ে জাহ্নবী কাপুরকে নিয়ে পাপরাৎজিদের মাতামাতি যেন একটু বেশিই বেড়ে গেছে। শ্যুটিং হোক বা জিম সেশন, নিজের বাড়ি থেকে বের হলে নিস্তার নেই জাহ্নবী কাপুরের৷ সম্প্রতি সৎ ভাই অর্জুন কাপুরের সঙ্গে দেখা করতে তার বাড়ি গিয়েছিলেন দুই বোন৷ যা ক্যামেরাবন্দি হয় বাড়িতে ঢোকার আগের মুহূর্তে৷

দুই বোনের ছবি ক্যামেরাবন্দি করাতেই সীমাবদ্ধ থাকেনি সেই ঘটনা, সেই ছবিকে ঘিরে অশ্লীলভাবে খবর বানালো এক ওয়েবসাইট৷ জাহ্নবীর পোশাক নিয়ে কুমন্তব্য করে খবরটি প্রকাশিত হয় এক সাইটে৷ তা নজরে আসতেই বোনের জন্য প্রতিবাদ করলেন অর্জুন কাপুর৷ সেই ওয়েবসাইটের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দেন টুইটারে৷

সেই ওয়েবসাইটটিকে কটাক্ষ করে তিনি লেখেন, “মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দ্বিধায় এমন খবর বানাচ্ছে ওয়েবসাইটি৷ লজ্জা হওয়া উচিত তোমাদের৷ দেশ কীভাবে একটি কম বয়সী মেয়ের দিকে তাকায় তার এক জ্বলন্ত উদাহরণ ফের পাওয়া গেল৷”

শ্রীদেবীর সঙ্গে অর্জুনের সম্পর্ক যে খুব একটা ভালো ছিল না সে নিয়ে তিনি আগেও প্রকাশ্যে বেশ কয়েকবার বলেছেন৷ তবে সেই আকস্মিক ঘটনার পর যেভাবে বনি, জাহ্নবী এবং খুশি পাশে এসে তিনি দাড়ান, তা সত্যি প্রশংসনীয়৷ এখন ঘনঘন সময়ও কাটান তিনজনের সঙ্গে৷

তবে অর্জুনের পোস্টের পর ওয়েবসাইটটি নিজের খবরটি ডিলিট করে দেয়৷ তবে অর্জুন এবং জাহ্নবীর সমর্থনে এগিয়ে আসে অসংখ্য নেটিজেন৷

Post a Comment

Previous Post Next Post