রাশিয়ার 'এস-৩০০' ধ্বংস করবে ইসরাইল


অনলাইন ডেস্কঃ সিরিয়ায় রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি 'এস-৩০০' ধ্বংস করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লেবারম্যান।

রাশিয়া যদি সিরিয়াকে এই প্রযুক্তি দেয় এবং সিরিয়া যদি তা ইসরাইলের যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে ইসরাইল এ ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়া কর্তৃক সিরিয়াকে এস-৩০০ দেয়ার ঘোষণার প্রেক্ষিতে মঙ্গলবার ইসরাইলের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে রাশিয়া সিরিয়াকে যে প্রতিরক্ষা প্রযুক্তি দিচ্ছে, তা আমরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দেব না।

তিনি বরেন, যদি তারা আমাদের বিরুদ্ধে ওই প্রযুক্তি ব্যবহার করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরাইল হস্তক্ষেপ করতে আগ্রহী নয় বলে তিনি মন্তব্য করেন।

Post a Comment

Previous Post Next Post