ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত, শেষ ধাপের অপেক্ষায় ব্রহ্মোস মিসাইল



অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে ব্যস্ত। আর তারই জের ধরে আগামী ২-৩ মাসের মধ্যে ফের পরীক্ষা করা হবে ব্রহ্মোস ক্রুজ মিসাইল।  ২০১৭ সালের নভেম্বরে এটি পরীক্ষা করা হয় তবে সমুদ্রে টার্গেটের বিরুদ্ধে। আর এবার লক্ষ্য ল্যান্ড টার্গেট।

এ ব্যাপারে ব্রহ্মোস আ্যারোস্পেসের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সু-৩০এমকেআই ফাইটার জেট থেকে ব্রহ্মোস মিসাইল এই পরীক্ষায় সফল হলেই যাবতীয় পরীক্ষার শেষ ধাপে এটি চলে আসবে।

তিনি আরও জানান, ২০১৭ সালের নভেম্বরের ফলাফল দেখে বলা যায় পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। সমুদ্রে এবং স্থলে এই মিসাইলের পরীক্ষা সম্পূর্ণ হলে ভারতীয় বিমানবাহিনীতে একে যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, বেশি কিছুদিন আগেই ‘ব্রহ্মোস’ মিসাইলের সফল পরীক্ষা করেছে ভারত। 

Post a Comment

Previous Post Next Post