বিয়ানীবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় রক্তমাখা গাড়িসহ আটক ১


নিউজ ডেস্কঃ বিয়ানীবাজারের ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবন খুনের ঘটনায় পুলিশ রক্তমাখা গাড়ি ও জাকির হোসেন নামে একজনকে আটক করেছে। শুক্রবার (২৭ এপ্রিল) রাতে সিলেটের শাহপরান থানা এলাকা থেকে রক্তমাখা গাড়ি ও বিয়ানীবাজারের বৈরাগীবাজার এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে রক্তমাখা গাড়ি ও জাকির হোসেনকে আটক করা হয়েছে।

আটক জাকিরের কাছ থেকে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশ। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে রক্তমাখা গাড়িটিও।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, রাতভর অভিযান চালিয়ে গাড়ি ও জাকিরকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। তবে তদন্তের কারণে এর বেশী তিনি কিছু বলেন নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জরুরী কাজে সিলেট গিয়ে আর বাড়িতে ফিরেননি বিয়ানীবাজারের জামান প্লাজার প্রবীণ ব্যবসায়ী ও আবরণী বস্ত্র বিতানের মালিক সহিব উদ্দিন সৈবন আহমদ (৫০)।

পরদিন শুক্রবার ভোরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই গাছতলা নামক এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় বিয়ানীবাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

তিন পুত্র সন্তানের জনক ব্যবসায়ী সৈবনের ময়নাতদন্ত শেষে রাতে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও নিহতের নিজ বাড়ি বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সজ্জন ব্যক্তি হিসেবে সর্বমহলে পরিচিত সহিব উদ্দিন সৈবনের জানাজায় হাজারো মানুষের সাথে শরীক হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও।

জানাজা পূর্ব বক্তব্যে তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেন।

Post a Comment

Previous Post Next Post