স্টাফ রিপোর্টারঃ টানা পঞ্চমবারের মত উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু।
উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির জানান, গত ১৬ এপ্রিল বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন হয়। এই নির্বাচনে কমিটির নব-নির্বাচিত সদস্যরা ২১ এপ্রিল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে কমর উদ্দিন আহমদ কমরুকে নির্বাচিত করেন।
