মাত্র একটি ফাউন্টেন পেনের ভয়ে বিমানের জরুরি অবতরণ!


অনলাইন ডেস্কঃ একটি মাত্র ফাউন্টেন পেনের জন্য একটি বোইং বিমানের জরুরি অবতরণ করতে হল। অবিশ্বাস্য মনে হলেও চীনের ঝেনঝেউ শহরে এমনই কাণ্ড ঘটেছে রবিবার। 

খবর অনুযায়ী, এয়ার চায়না ফ্লাইট নম্বর ১৩৫০ আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের এক যাত্রী একটি ফাউন্টেন পেনের নিপ উঁচিয়ে তেড়ে যান এক বিমানসেবিকার দিকে। পেনের নিপটি বিমান সেবিকার গলায় ধরে তাকে হত্যা করার হুমকি দিতে থাকেন। বাধ্য হয়ে তখন যাত্রীদের নিরাপদে রাখতে বিমানের জরুরি অবতরণ করান পাইলট। 

জানা যায়, হুনান প্রদেশের ছাঙ্গসা বিমানবন্দর থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে উঠেছিল বিমানটি। সকাল ১১টা নাগাদ বেজিংয়ে অবতরণের কথা ছিল। কিন্তু ৯টা ৪৫ মিনিটে সেটির জরুরি অবতরণ করানো হয়। তার জন্য দীর্ঘক্ষণ সমস্যায় পড়তে হয় যাত্রীদের। পরে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অভিযুক্ত যাত্রী মানসিকভাবে অসুস্থ ছিলেন।  

Post a Comment

Previous Post Next Post