অনলাইন ডেস্কঃ অন্য মেয়েদের মতো লম্বা চুল রাখার স্বপ্ন দেখে সিতারা ওয়াফাদার। পরতে চায় মেয়েদের স্বাভাবিক পোশাক। কিন্তু মেয়ে হওয়া সত্ত্বেও এক দশকের বেশি সময় ধরে মানুষের সামনে নিজেকে ছেলে হিসেবে করে আসছেন ১৮ বছর বয়সী এ আফগান কিশোরী।
ছেলেদের মতো ছোট চুল আর পোশাকে ছেলের ছদ্মবেশ নিয়ে চলে সে। বাবা-মার ইচ্ছাপূরণেই এ বেশেই শৈশব-কৈশোরের বিশাল একটা সময় পার করেছে সে। নিজেদের কোনো ছেলে নেই তাই মেয়েকে ছেলের বেশে থাকতে বাধ্য করেছেন তার বাবা-মা। সোমবারের ছবি এএফপি
