'আত্মহত্যা নয়, সালমান শাহকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে'


অনলাইন ডেস্কঃ নব্বই পরবর্তী সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি দাবি করে এই হত্যার আবারও বিচার চেয়েছেন তার মা নীলা চৌধুরী। 

বৃহস্পতিবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এদিন নীলা চৌধুরীর নেতৃত্বে সালমান শাহ’র ভক্তরা আদালতে মানববন্ধন করেন। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যেটা জানি তা হলো সালমান শাহ আত্মহত্যা করেননি। তাকে নিখুঁতভাবে এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী এ হত্যার বিচার চাই।

প্রসঙ্গত, র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। 

Post a Comment

Previous Post Next Post