স্পোর্টস ডেস্কঃ মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলা চলছে পাঞ্জাবের, গ্যালারির পাশ দিয়ে হেটে যাচ্ছেন প্রীতি জিনতা। সাথে দর্শকদের অভিনন্দন জানাচ্ছেন প্রীতি জিনতা। হটাৎ তিনি চটে গেলেন দর্শকদের ওপর। আর তার এমন রূপ দেখালেন যা দেখতে প্রস্তুত ছিলেন না উৎসুক দর্শকরা। পুরো উল্টো রূপে ধরা পড়েছেন এই পাঞ্জাব মালকিন। সুন্দরীকে দেখা গেছে রাগী, চটে যাওয়া চরিত্রে।
কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ থাকলেই ভিআইপি গ্যালারিতে দেখা যায় প্রীতি জিনতাকে। হেটে বরাবরই ক্যামেরা খুঁজে ফেরে তার হাসিমাখা মুখ। বলিউড ললনার সদা হাস্যোজ্জ্বল মুখখানাও অনেকের বিনোদনের খোরাক।
রবিবার (১৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ ছিল পাঞ্জাবের। স্বভাবতই মোহালির গ্যালারি অলঙ্কৃত করেন প্রীতি। একপর্যায়ে দর্শকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বীরজারা খ্যাত অভিনেত্রী। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
পরে প্রীতি-ঘনিষ্ঠরা জানান, আগে কখনও তাকে এতটা উত্তেজিত হতে দেখিনি। হঠাৎ কী হল?
বিষয়টি খোলাসা করেছেন প্রীতি নিজেই। পরে টুইট করে তিনি জানান, দর্শকদের ভিড়ে দুটি বাচ্চার দম বন্ধ হয়ে আসছিল। তারা কান্নাকাটি করছিল। তাদের কিছুটা জায়গা করে দিতে দর্শকদের অনুরোধ করি আমি। এতেই একটু গলা বাজাতে হয়েছে।
