বিয়ানীবাজারে ব্যাবসায়ির লাশ উদ্বার


মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার-সিলেট সড়কের গাছতলা এলাকায় বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার আবরনী বস্ত্র বিতানের মালিক সৈবন আহমদের লাশ উদ্বার করেছে পুলিশ। ২৭ এপ্রিল শুক্রবার সকালে স্থানীয়রা রক্তাক্ত বৃদ্ধের লাশ দেখে পুলিশে খবর দিলে চারখাই ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে।

ব্যবসায়ী সৈবন আহমদের পরনে সাদা হাফ শার্ট ও কালো প্যান্ট রয়েছে। রক্তে শার্ট পুরোটা লাল হয়েছে। 

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই আরিফা বেগম লাশ উদ্ধারের বিষয়টি জানিয়ে বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। তবে কি কারণে কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

ব্যবসায়ী সৈবন  আহমদের মূল বাড়ি বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে। বর্তমানে স্থায়ীভাবে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা এলাকায় বসবাস করছেন।

Post a Comment

Previous Post Next Post