ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ায় ইউপি জনপ্রতিনিধিদের সংবর্ধনা



ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের নব  নির্বাচিত চেয়ারম্যান, সকল ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের আশিঘর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যেগে সংবর্ধনা দেয়া হয়েছে।

ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আকরামুল হক চৌধুরীর সভাপতিত্বে   হোসেন আহমদ চৌধুরীর সঞ্চালনায় ১৩ এপ্রিল আশিঘর বাজার প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন  নব নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্য সততা এবং নিষ্ঠার সহিত সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বলেন। এবং উপজেলা পরিষদের সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে, উপজেলা পরিষদের মাধ্যেমে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, দৈনিক মানব জমিন প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি মামুনুর রশিদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান লেইছ চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন  সংরক্ষিত মহিলা ১,২,৩ ওয়ার্ডের সদস্য সালেহা খানম, ৪,৫,৬  ওয়ার্ডের সদস্য নেওয়া বেগম, ৭,৮,৯ ওয়ার্ডের সদস্য আম্বিয়া  বেগম, ২ নং ওয়ার্ডের কয়ছর আহমদ, ৩নং ওয়ার্ডের জবরুল হোসেন চৌধুরী, ৫নং ওয়ার্ডের মোঃ কবির উদ্দিন  ৬নং ওয়ার্ডের বুরহান উদ্দিন সিন্ধু, ৭নং ওয়ার্ডের আবুল হোসেন, ৮নং ওয়ার্ডের ফখরুল ইসলাম, ৯নং  ওয়ার্ডের জালাল উদ্দিন লাল মিয়া, সংবর্ধিত অতিথি বৃন্দ নিজেদের মানব সেবায় ব্রত হয়ে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ কে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

বক্তব্য রাখেন খোলাফায়ে রাশেদ্বীন মাদরাসার সুপার কাজী মাও আব্দুল জলিল, সমাজ সেবক রুকন উদ্দীন চৌধুরী, রুকনুজ্জামান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রবাসী  কল্যান সমিতির সাধারন সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, রিয়াজুল ইসলাম খান, আশরাফ আলী খান, এমরান আহমদ চৌধুরী স্বপন, সাবেক আশিঘর ক্রিকেট এসোসিয়েশন সভাপতি জয়নুল ইসলাম, বর্তমান সভাপতি ছামিউল হাসান চৌধুরী কানন, সহ সভাপতি সাইফুর রহমান, মুহিদুল ইসলাম চৌধুরী, তারেক চৌধুরী, জুনাব আলী, সহ সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান শাকিল, মনসুর আলম, জাহাঙ্গীর আলম, শাকিল আহমদ, নাজিম উদ্দিন,  ইয়াছির চৌধুরী, মাহসিন চৌধুরী,নুরুল ইসলাম  প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post