বাসটার্মিনাল'র দখলকৃত জায়গার মালিক বিয়ানীবাজার পৌরসভা



বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পৌরসভার বাস টার্মিনালের অধিগ্রহণকৃত ভূমির দখল জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা  মঙ্গলবার সরেজমিনে জরিপ করে আনুষ্টানিক ভাবে হস্তান্তর করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ মামলা নং-৫/২০১৭-১৮মূলে অধিগ্রহণকৃত ভুমির দখল বুঝে নেন পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল আলম ঝুনু। 

সূত্র জানান, বিয়ানীবাজার উপজেলার ১০৭নং জেএলস্থিত ফতেহপুর মৌজায় ১একর ভূমির দখল ও ৬ সেপ্টেম্বর’১৮ ইং তারিখের যৌথ তদন্ত মোতাবেক অবকাঠামো ও গাছপালার দখল জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মলয় কর ও সার্ভেয়ার মো: জাকির হোসেন সরেজমিনে জরিপ কাজ সম্পন্ন করে দখল বুঝিয়ে দেন। 

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মলয় কর ও সার্ভেয়ার মো: জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল আলম, প্যানেল মেয়র-২ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-৩ রোশনা বেগম, ১নং ওয়ার্ড কাউন্সিলর এমাদ আহমদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকছার হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরাজ উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কাইয়ূম, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জী, উপসহকারী প্রকৌশলী (দা: প্রা:) আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post