অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার বিকালে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় আইয়ুব নবী আকরাম (১৭) ও মো. হাবিব মিয়া (১৬) নামে দুই যুবককে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। অভিযুক্ত ওই দুই যুবকের বাড়ি একই ইউনিয়নের চড়াকোনা গ্রামে।
জানা যায়, অচিন্তপুর ইউনিয়নের ড. এম. আর করিম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রতিদিন উত্ত্যক্ত করতো চড়াকোনো গ্রামের আবু কালামের ছেলে আইয়ুব নবী আকরাম। এসব বিষয় নিয়ে ওই স্কুলছাত্রী প্রতিবাদ করলে আকরাম তাকে মারধরের হুমকি দিতো। মঙ্গলবার স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়িতে যাওয়ার পথে আকরাম তার বন্ধু হাবিবকে নিয়ে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। এক পর্যায়ে উত্ত্যক্ত করতে করতে ওই তারা ওই স্কুল ছাত্রীর ওড়না কেড়ে নেয়ার চেষ্টা চালায়। পরে গ্রামবাসী খবর পেয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে ভবিষ্যতে আর কোনো সময় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করবে না এই মর্মে গ্রাম্য সালিশে অঙ্গীকার করে অভিযুক্ত দুজনকে মঙ্গলবার সন্ধ্যায় ছাড়িয়ে নেয় তাদের অভিভাবকরা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমদ বলেন, উত্ত্যক্তের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
