বিনোদন ডেস্কঃ ব্যালকনিতে আটকে পড়লেন এলি আব্রাহাম। উদ্ধারের জন্য বার বার ফোন করেও যখন কাউকে পেলেন না, তখন কান্নাকাটি শুরু করে দেন বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, ব্যালকনিতে আটকে পড়ে সাহায্যের জন্য বার বার ফোন করেও, মশার কামড়ে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকতে হয় এলিকে।
জানা যাচ্ছে, সোমবার রাতে স্নানের পর ব্যালকনিতে হাজির হন এলি। কিন্তু, আচমকাই তাঁর ঘরের দরজা আটকে যায়। অনেক বার চেষ্টা করেও এলি যখন দরজা খুলতে পারেননি, তখন তিনি সাহায্যের জন্য বাড়ির এক কর্মীকে ফোন করেন। কিন্তু, রাত বেড়ে যাওয়ায়, তাঁর আসতেও বেশ দেরি হয়। ফলে প্রায় টানা ৩ ঘণ্টা মশার কামড় খেয়ে ব্যালকনিতে আটকে থাকতে হয় এলিকে।
শুধু তাই নয়, মোবাইলের চার্জ কম থাকায় ওই সময় তিনি কোনও গানও শুনতে পারেননি বলে জানা যায়। ফলে ব্যালকনিতে প্রায় ৩ ঘণ্টা আটকে থেকে, যে পরিস্থিতির সম্মুখীন হতে হয় এলিকে, সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করেন বলিউড অভিনেত্রী। জিনিউজ
