উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রে ধস


অনলাইন ডেস্কঃ উত্তর কোরিয়ায় একটি পাহাড়ের নিচে অবস্থিত একটি পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র আংশিকভাবে ধসে পড়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা।

২০০৬ সাল থেকে ‘পুংগিয়ে-রি’ নামের ওই কেন্দ্রে ছয়টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয়।

চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ইউএসটিসির পক্ষ থেকে কয়েক মাস অনুসন্ধানের পর উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র সম্পর্কে এ সিদ্ধান্তে পৌঁছান চীনা বিজ্ঞানীরা।

গত সেপ্টেম্বরে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর কেন্দ্রটিতে ছয়টি ভূকম্পন হয়। ফলে পাহাড়ের অভ্যন্তরের একটি অংশ ধসে পড়েছে বলে ভূমিকম্প বিশেষজ্ঞরা ধারণা করছেন।

পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করে দিয়েছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগে এ অপ্রত্যাশিত ঘোষণা দেন কিম।

উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ‘ম্যানট্যাপস্যান’ পাহাড়ের নিচে টানেল খনন করে ‘পুংগিয়ে-রি’ পরমাণু অস্ত্র পরীক্ষাগার বানানো হয়েছে।

পরমাণু অস্ত্র পরীক্ষার জের ধরে ভূমকম্পনের ফলে সেখানে আর নতুন কোনো পরীক্ষা চালানো সম্ভব নয় বলে চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post