অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ট্রাক চাপায় ভ্যান চালক আব্দুল মান্নান (৭০) নিহত হয়েছে।
নিহত আব্দুল মান্নান চুরখাই এলাকার বাসিন্দা। এ ঘটনার জেরে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে আড়াই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করে স্থানীয় জনতা।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে মাছ ভর্তি ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ভ্যান চালক আব্দুল মান্নান ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভের কারণে মহাসড়কে দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
