মোশাররফের নেতৃত্বে হঠাৎ ইসিতে বিএনপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ( ইসিতে) গিয়েছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তারা ইসিতে উপস্থিত হয়েছেন বলে  বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুপ, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।

সূত্র জানা যায়, গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি, বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কর্মসূচি পালন প্রভৃতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হবে।

এর আগে এক বৈঠকে ভোটের আগে অবশ্যই সংসদ ভেঙে দেয়া, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, গুম-খুন-হয়রানি বন্ধ, প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনের অন্তত সাত দিন আগে থেকে মোতায়েন, ই-ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না করা, সব রাজনৈতিক দলকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয়াসহ আরও কিছু বিষয়ে তারা সুপারিশ করেছিলেন।

Post a Comment

Previous Post Next Post