অনলাইন ডেস্কঃ মদ্যপ অবস্থায় অনেক সময়ই মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে। অতিরিক্ত মাতাল হলে কেউ কেউ নিজের বাড়ি পর্যন্ত খুঁজে পায় না। তবে এদিন ইটালিতে বেড়াতে যাওয়া এক পর্যটক মদ্যপ অবস্থায় হোটেলের রুম খুঁজে বের করতে হাজির হয়েছিলেন পাহাড়ের চূড়ায়।
সুইজারল্যান্ড সীমান্তবর্তী ইটালির ভ্যালে ডি’ অস্টা রিসোর্টে ওঠা এই পর্যটক রাতের বেলা মদ্যপ অবস্থায় হোটেলে ফিরতে গিয়ে ভুল পথে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যান ইটালিয়ান অল্পস পর্বতের একটি অংশে। সেখান থেকে তিনি কোনো রকমে পাশের একটি রেস্টুরেন্টের বারান্দার বেঞ্চে রাত কাটান।
এদিকে হোটেলের অতিথিকে খুঁজে না পেয়ে পুলিশ আর দমকল বাহিনীর লোকজন তার সন্ধানে চারিদিকে অভিযান চালিয়ে খুঁজে বের করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত অন্যদের সহায়তায় অবশ্য ফিরেছেন হোটেল রুমে। কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে এ যাত্রা জরিমানা গুনে রেহাই পাচ্ছেন এস্তোনিয়ার এই পর্যটক।-এনডিটিভি
