বিশ্বকাপের ফাইনালেও অজিদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ


স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি আফ্রিকা সফরে তৃতীয় টেস্টে অজিদের বল বিকৃত করার ঘটনায় তোলপাড় ক্রীড়াজগৎ৷ এই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সাবেক কিউই ক্রিকেটার গ্র্যান্ট এলিয়ট৷ মেলবোর্নে ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও অজি বোলারদের বল বিকৃতি ঘটানোর ইঙ্গিত দিলেন নিউজিল্যান্ডের এই সাবেক অলরাউন্ডার৷

নিউজিল্যান্ডের একটি রেডিও শোতে দেওয়া সাক্ষাৎকারে সঞ্চালকের একটি প্রশ্নের উত্তরে এলিয়ট বলেন, ‘ ২০১৫ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আমরা প্রথমে ভালো জায়গায় ছিলাম৷ ৩ উইকেটে হারিয়ে ১৫০ রান উঠেছিল৷ তারপর হঠাৎ করে অজিদের বোলিং অ্যাটাক বদলে যায়৷’

এরপর তিনি যোগ করেন, ‘আমি ওই ম্যাচটাতে খেলছিলাম৷ স্টার্ক দারুন কিছু বল করছিল৷ আসলে কেউ বলের সঙ্গে কিছু কাটাছেঁড়া করলে আপনার পারফরম্যান্সে তার প্রভাব পড়তে বাধ্য৷’

এলিয়টের এই মন্তব্য বল বিকৃতি বিতর্কে নতুন মাত্রা যোগ করলে বলে মনে করছেন অনেক ক্রীড়া সমালোচকরাই৷ সঙ্গে প্রশ্নও উঠছে যদি কিউই ক্রিকেটারের মনেই হয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে বিতর্কিত কিছু ঘটছে তাহলে তিনি এতদিন চুপ করেছিলেন কেন৷

উল্লেক্য মেলবোর্নে অনুষ্টিত হওয়া শেষ বিশ্বকাপ ফাইনালটিতে নিউজিল্যান্ডের তরফে সর্বোচ্চ রান স্কোররা ছিলেন এলিয়ট৷ ৮২ বলে ৮৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি৷ ম্যাচটিতে ভালো শুরু করেও ১৮৩ রানে শেষ হয়ে গিয়েছিল  কিউইরা৷ ৩৩.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া৷

Post a Comment

Previous Post Next Post