অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়া সীমান্তে এখনই দেয়াল নির্মান করা হচ্ছে না। যতক্ষন পর্যন্ত পুরো দক্ষিণাঞ্চলের দেয়াল নির্মানের বিল অনুমোদন না হবে ততোদিন এই দেয়ালও উঠবে না।
গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় এ কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প চান পুরো মেক্সিকো সীমান্তজুড়ে দেয়াল তৈরি হোক। কিন্তু এর বিরোধিতা করছে ক্যালিফোর্নিয়া সরকার।
যদিও আদালত ক্যালিফোর্নিয়া সরকারের বিরোধিতার আবেদন প্রত্যখান করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিকে সমর্থন দিয়েছে। রয়টার্স