শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের উৎসবমুখর শিক্ষা সফর



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান আল্লাহর কুদরতি সৃষ্টি অবলোকন, শিশুদের বিনোদন, শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণ, মেধাবিকাশ, প্রকৃতির নির্মল, সরস বায়ূ আহরণে বিনোদনের মনোমুগ্ধকর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ষিক শিক্ষা সফরের আয়োজন করে। 

বৃহস্পতিবার (১ মার্চ) সকাল ৯টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

শিক্ষা সফরের ভ্যাণু ছিলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্যতম দর্শনীয় স্থান মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ডটমিটরী ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ। 

শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের উদ্দেশ্যে ৬০জন শিক্ষার্থীদের নিয়ে গাড়ি যাত্রা শুরু করে। সকাল সাড়ে এগারোটায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি বাস্তবায়ন করা হয। 

দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট মাধবপুর লেকে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষা সফরে অনুভূতি প্রকাশ, কবিতা আবৃত্তি, দেশাত্বকবোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ১, ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, দি লাইফ গুড মডেল স্কুলের প্রিন্সিপাল কাজী আছমা আক্তার, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন, নাহার চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হানুল হক।

 আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, শারমিন জান্নাত ও জাকিয়া আক্তার।

Post a Comment

Previous Post Next Post