![]() |
| সিএইচসিপিদের কান্না প্রেসক্লাব থেকে বিএমআরসি; অসুস্থের সংখ্যা বাড়ছে |
বিশেষ প্রতিনিধিঃ চাকুরী রাজস্বের দাবীতে আমরণ অনশনের ১০ম দিনের কর্মসূচি পালন করেছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচি পালন করার আগে পাঁচদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজ ১২ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে মহাখালী বিএমআরসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।
![]() |
| সিএইচসিপিদের অনশনে অসুস্থের সংখ্যা বাড়ছে |
জানা যায় গতকাল (রবিবার) কয়েকজনের শারিরীক অসুস্থতা দেখা দেয়। এদের মধ্যে বাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সিএইচসিপি জনাব ফখরুল ইসলাম, টাংগাইল সদর উপজেলার মিতু খানমের শারীরিক অবস্থা খারাপ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়, বাকীদের অনশনস্থলে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। এর পুর্বে অনশন চলাকালে ৭ ফেব্রিয়ারী পর্যন্ত মোট ৯৭ জন অসুস্থ হায়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এসব কর্মীর ২০১৩ সালে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দফা আশ্বাসের পরও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চাকরি এখন পর্যন্ত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রেসক্লাবের সামনে অনশন চলাকালে বক্তারা কান্নাজড়িত কন্ঠে প্রধানমন্ত্রীর কাছে রাজস্বের জন্য আকুল আবেদন জানান। তাদের কান্নায় পুরো প্রেসক্লাব এলাকা ভারী হয়ে উঠে। এ সময় বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়।
তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এসব কর্মীর ২০১৩ সালে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দফা আশ্বাসের পরও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চাকরি এখন পর্যন্ত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রেসক্লাবের সামনে অনশন চলাকালে বক্তারা কান্নাজড়িত কন্ঠে প্রধানমন্ত্রীর কাছে রাজস্বের জন্য আকুল আবেদন জানান। তাদের কান্নায় পুরো প্রেসক্লাব এলাকা ভারী হয়ে উঠে। এ সময় বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়।

