গাছ বাঁচাতে অদ্ভুত বিয়ে!



অনলাইন ডেস্কঃ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, পরিবেশের ভারসাম্য ও সুষম জলবায়ুর প্রয়োজনে একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। প্রতিনিয়ত বৃক্ষনিধনের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। গাছ বাঁচাতে অনেক সময় ব্যক্তি উদ্যোগে কিংবা নানা সংগঠন মানববন্ধন করে। অনেক দেশ গাছ লাগানো কর্মসূচির মাধ্যমে বেশ সফলতাও অর্জন করেছে।

তবে এবার মেক্সিকোতে গাছ বাঁচাতে রীতিমতো অদ্ভুত এক উদ্যোগ নিয়েছে কিছু নারী। কোনো পুরুষকে বিয়ে না করে তারা সিদ্ধান্ত নিয়েছেন  গাছকে বিয়ে করার। জীবন সঙ্গী হিসেবে গাছকে বেঁছে নেওয়ার কারণ হিসেবে এসব নারীর বক্তব্য, এরা কথা বলতে না পারলেও মানুষের অনেক উপকার করে। ফুল দিয়ে, ফল দিয়ে, অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে এরা সারা জীবন মানুষের উপকারই করে।

কনের সাজে সেজে হাজির হয় বিয়ের অনুষ্ঠানে যেখানে গাছকে সাজানো হয়েছে বরের সাজে। এই নারীরা গাছের সঙ্গে সারা জীবন সংসার না করলেও এই বিয়ের মাধ্যমে মূলত তারা গাছের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে চেয়েছেন।-মেট্রো নিউজ

Post a Comment

Previous Post Next Post