গোলাপগঞ্জে ব্রিলিয়্যান্ট কেয়ার একাডেমীর বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন



গোলাপগঞ্জ(সিলেট) থেকে: সফর হচ্ছে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে।পুঁথিগত বিদ্যার বাইরে সামাজিক শিক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশের লক্ষে গোলাপগঞ্জের ব্রিলিয়্যান্ট কেয়ার একাডেমী বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। এ সফরটি শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দুটি বাসযোগে সিলেটের জাফলং এর বিভিন্ন পর্যটনকেন্দ্রের দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।দিনব্যাপী এ শিক্ষা সফরে শিক্ষক-শিক্ষিকা ও শিশু শিক্ষার্থী এবং অভিভাবক ছিলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইসলাম উদ্দিন সেনাজের সার্বিক ব্যবস্থাপনায় ও শিক্ষক, শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষা সফরের অংশ হিসেবে জাফলং এর জিরো পয়েন্ট, বাংলাদেশের শেষ সিমান্ত, ভারতের ঝুলন্ত সেতু, শ্রীপুর এর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সফরে নিয়ে যাওয়া হয়।
শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছিলেন - কামরুজ্জামান(প্রধান শিক্ষক), কামিল আহমদ, সাফওয়ান আহমদ, হাফিজ ইসমাইল আহমদ, হাফিজ আব্দুল কাদির, শিক্ষিকা- বাবলী বেগম, তাহমিনা বেগম, রিমা বেগম, পিংকী রানী নাথ, রুহেনা বেগম।
অন্যান্য শিক্ষকদের মধ্যে ছিলেন- অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মতিন, বরায়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারুল বেগম, এইচ এম সেলিম শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সাংবাদিক হাবিবুর রাহমান।
ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে ছিলেন- বিশিষ্ট মুরব্বি সুয়েব আলী, শাবুদ্দিন আহমদ,প্রবাসী জালাক উদ্দিন, রোমানা বেগম,নাজমিন সুলতানা,নাসিমা আক্তার, কামরুল আহমদ, বিমলা দেব নাথ, কিতেষ দেব নাথ, লিপু আহমদ,  সাজন আহমদ, আছিয়া বেগম, মাহি উদ্দিন শিপু, এপি বেগম, আবেদ আহমদ, ফাহিমা বেগম, জাকের আহমদ,  নুরজাহান ইয়াসমিন , পান্না ইয়াসমিন,  মারুফা ইয়াসমিন , ছইফা ইয়াসমিন , পলি বেগম, হাজেরা ইয়াসমিন , মাসুদা ইয়াসমিন, তানিয়া বেগম, ফরিদা ইয়াসমিন , নুহা ইয়াসমিন , হাসিনা ইয়াসমিন, নুরুল হক, সাব্বির আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post