কুলাউড়া প্রতিনিধি: আটক আতঙ্কে রয়েছেন কুলাউড়া বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পৌরশহর সহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সন্ধ্যা ৭টায় জানান, এখনো পর্যন্ত কুলাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ বাজারস্থ নাজমা হোটেল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। এছাড়াও শহরের বিভিন্ন স্থান থেকে যুবদল নেতা সাইফুল আলম ও তোফায়েল আলম চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে কুলাউড়া বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে পুলিশ দলীয় নেতাকর্মীদের হয়রানী করছে। এতে করে আতঙ্কে রয়েছেন দলীয় নেতাকর্মীর া
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাদের।