বরিশালে ৩০ মণ জাটকা জব্দ



অনলাইন ডেস্কঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে এ অভিযান চালায়। অভিযানে সুন্দরবন-৯, এমভি সাত্তার খান-১, এমভি জামাল-৬, এমভি জাহিদ-৪, এমভি রাসেল-৪ এবং এমভি নিউ সাব্বির-৩ নামক যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে আনুমাণিক সাড়ে ৩ লাখ টাকার ৩০ মণ জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ হওয়া জাটকাগুলো সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয় বলেও জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post