রাজশাহীতে বিস্ফোরকসহ ৩ জেএমবি সদস্য আটক



অনলাইন ডেস্কঃ রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

 শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, নাশকতার জন্য রাজশাহীর তানোরে জেএমবি সদস্যরা আস্তানা গড়ার চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তাদের আটক করা হয়। বর্তমানে তাদের র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত তথ্য জানানো হবে। 

Post a Comment

Previous Post Next Post