ফলো আপ: কুলাউড়ায় গ্যাস সরবরাহে হাইকোর্টের নির্দেশ

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার গ্রীণ ভিউ সিএনজি  ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ নিশ্চিত করে লোড বাড়ানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট'র হাইকোর্ট বিভাগ। গ্রীণভিউ সিএনজি  ফিলিং স্টেশনের পক্ষে আজিজুর রহমান টিটু হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ১৪৬৮-২০১৮) দায়ের করলে ৩১ জানুয়ারি আদালত এই নির্দেশ দেন।

বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমদের দ্বৈত বেঞ্চ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্র কুলাউড়ার ব্যবস্থাপককে এই নির্দেশ দেন।

০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদালতের এই নির্দেশের কপি জালালাবাদ গ্যাসের কুলাউড়া বিতরণ কেন্দ্রসহ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর কাছে এসে পৌঁছায়।

এর আগে সকাল থেকে জালালাবাদ গ্যাসের লোকজন গ্রীণ ভিউ সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের প্রস্তুতি নেয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এনিয়ে সিএনজি ফিলিং স্টেশন এলাকায় বিক্ষুব্ধ হয়ে উঠে গাড়ী চালকরা। সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা জানান, বৃহস্পতিবার বিশৃঙ্খলার আশঙ্কা ছিলো। এজন্য অতিরিক্ত পুলিশসহ প্রশাসন সতর্ক ছিলো। পরে আদালতের আদেশের কপি পৌঁছার পর পরিস্থিতি শান্ত হয়।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কুলাউড়া আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক  আওলাদ হোসেন জানান, আদালতের আদেশের ব্যাপারে সিলেটে অফিসে বৈঠকে আছি। পরে সিদ্ধান্তের বিষয়টি জানাবো।

উল্লেখ্য, কুলাউড়ার গ্রীণভিউ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকটের কারণে ২৯ ও ৩০ জানুয়ারি উপজেলার ব্রাহ্মণবাজারস্থ গ্রীণভিউ সিএনজি ফিলিং স্টেশনের সামনে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ করেছেন গ্যাস নিতে আসা গাড়ি চালকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও ফিলিং স্টেশন ঘেরাও করেন চালকরা। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।  খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Post a Comment

Previous Post Next Post