চীনের প্রতি আরো সতর্ক নজর রাখছে ভারত!

চীনের প্রতি আরো সতর্ক নজর রাখছে ভারত!


অনলাইন ডেস্কঃ চীন ডোকলাম ইস্যুতে আজও অস্ত্রসহ সৈন্য সাজিয়ে রেখেছে সীমান্ত জুড়ে। তাই কোন অবস্থাতেই নিরাপত্তায় ফাঁক রাখতে চায় না ভারত। আর সেই জন্যই ভারতের উত্তরাখণ্ডের বেসামরিক বিমানবন্দর থেকে সুখোই ওড়ানোর বন্দোবস্ত করছে দেশটি।

কলকাতা টুয়েন্টিফোর'র এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দেরাদুনের ‘জলি গ্রান্ট’ এয়ারপোর্ট থেকে সুখোই যুদ্ধবিমান ওড়ানো হবে বলে জানা গেছে। ভারতের বিমানবাহিনীর এই পদক্ষেপকে কূটনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অদূর ভবিষ্যতে চীন যদি ভারতে হামলার চেষ্টা করে, তাহলে ছেড়ে কথা বলবে না ভারত। আর তারও জোর প্রস্তুতি নিচ্ছে ভারতের এয়ার ফোর্স। কারণ ডোকলামই প্রথম নয়, চীনের ঔদ্ধত্য আগেও দেখেছে ভারত। ভারতের উত্তরাখণ্ডের আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছিল চীনের একাধিক এয়ারক্রাফট।

Post a Comment

Previous Post Next Post