৬৬ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



অনলাইন ডেস্কঃ ৬৬ জন যাত্রী ও ক্রুসহ ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে ছিলেন। বিমানটি তেহরান থেকে ইয়াশজুয়ের পথে যাত্রা করছিল। কিন্তু যাত্রাপথে সেন্ট্রাল ইরানের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রবিবার ইরানের সেমিরোম শহরের পর্বতাঞ্চলে বিমানটি ক্র্যাশ করে। আসেমানের সেই বিমানে ৬০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। 

জানা যায়, এটিআর ৭২ টুইন-ইঞ্জিনের টার্বোপ্রোপ মডেলের বিমানটি মাটি থেকে ওড়ার ৫০ মিনিট পর রাডার থেকে গায়েব হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি কোথাও জরুরি অবতরণের চেষ্টা চালাচ্ছিল। পরে তা সেন্ট্রাল ইসফাহান প্রদেশের সেমিরোমের কাছে বিধ্বস্ত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। 

উদ্ধারে একটি হেলিকপ্টার জরুরিভাবে সে পথে রওনা দেয়। কিন্তু বাজে আবহাওয়ার কারণে ওটা জায়গামতো নামতে পারেনি। 

Post a Comment

Previous Post Next Post