বিনোদন ডেস্কঃ ভালোবাসা দিবস উপলক্ষে নিজের সুর ও সঙ্গীতে গানের অ্যালবাম প্রকাশ করছেন ক্লোজআপ তারকা মুহিন। সেমি ক্লাসিক্যাল ঘরানার কয়েকটি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন এ শিল্পী। অ্যালবামের নাম ‘শ্রাবণ এলে’।
এ অ্যালবামের জন্য সম্প্রতি ‘অভিমানী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। গানটি লিখেছেন জামাল হোসেন।
এ প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘গানের বাণী বেশ ভালো। মুহিন আমার অত্যন্ত স্নেহভাজন শিল্পী। সে যে এত চমৎকার সুর করে তা আমার জানা ছিল না।
খুব চমৎকার একটি গান হয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’ মুহিন বলেন, ‘সুবীর দা আমার সুর-সঙ্গীতে গান গেয়েছেন, এটা ভাবতে গেলে এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হয়।
এটা আমার অনেক বড় প্রাপ্তি। বিশেষ ধন্যবাদ দিতে চাই ঢাকার আগের কর কমিশনার জামাল হোসেন ভাইকে। তার উদ্যোগেই মূলত শ্রাবণ এলে অ্যালবামটি করা।’ ভালোবাসা দিবসে সঙ্গীতার ব্যানারে প্রকাশ হবে অ্যালবামটি।
