মুন্সিবাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জুনেল,সাধারণ সম্পাদক সফিকুল



হিফজুর রহমান তুহিনঃ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্টিত হলো শুক্রবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় হল রুমে। সকাল ৮ টা হইতে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ৫২০ জন ভোটারদের মধ্যে ৪৬০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন।বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (মোরগ মার্কা) ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী সৈয়দ মোকাদ্দিস আহমেদ তোয়েল (হরিণ মার্কা) ১৫৩ ভোট পান।বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হলেন বর্তমান সভাপতি জুনেল আহমেদ তরফদার, সহসভাপতি মাও: মাশহুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ সুমন, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক একলাছ মিয়া, সদস্য আনন্দ মোহন মজুমদার, আক্তার মিয়া, শিমূল আহমদ চৌধুরী ও নাঈম আহমদ মুয়ীন।

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু।

প্রধান নির্বাচন কমিশন এর হিসাবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক জব্বার, সহকারী নির্বাচন কমিশনে ছিলেন মুন্সীবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমানসহ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post