বিতরণের জন্য প্রস্তুত ভোলার নতুন ক্ষেত্রের গ্যাস

বিতরণের জন্য প্রস্তুত ভোলার নতুন ক্ষেত্রের গ্যাস


অনলাইন ডেস্কঃ বিতরণের জন্য প্রসতুত ভোলার নতুন গ্যাস ক্ষেত্রের গ্যাস। দেশের ২৭তম গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ-১ এর পরীক্ষামূলক উত্তোলন বৃহস্পতিবার শেষ হয়েছে। বুধবার রাত একটা থেকে পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়। এ গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ২০ এমএমসিএফ গ্যাস উত্তোলন করা যাবে। বৃহস্পতিবার দুপুর পর্যনত ১২ ঘন্টায় উত্তোলন করা হয় ৯ দশমিক ৭ এমএমসিএফ গ্যাস।


এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক বজলুর রহমান, ডিজিএম টেষ্টিং জিল্লুর রহমান, সহকারী ব্যবস্থাপক টেস্টিং হাবিবুর রহমান। রাষ্ট্রীয় মালিকানাধীন বাপেক্স এ গ্যাস ক্ষেত্র আবিস্কার করে ও গ্যাস উত্তোলনের দায়িত্বে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত মাসের ২৭ তারিখে কুপ খনন শেষে ৩ হাজার ৪শ মিটার গভীর থেকে গ্যাস বের হয়ে আসতে থাকে।

গত ১৮ দিনে মজুদ নির্নয়ের জন্য ডিএসটি-১ ও ডিএসটি-২ পরীক্ষা সম্পন্ন করা হয়। ওই পরীক্ষার পর ভোলা নর্থ-১ গ্যাস বিতরনের জন্য প্রস্তুত বলে জানান প্রকল্প পরিচালক। প্রাথমিকভাবে এর মজুদের পরিমান ধরা হয়েছে ৬০০ বিলিয়ন ঘনফুট।

ভোলার জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন জানান, ভোলায় আরো কূপ খনন করা প্রয়োজন। এখানে ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post