কুলাউড়ায় ৯০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ

কুলাউড়ায় ৯০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ


কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, টিলাগাও ও কর্মধা ইউনিয়নের ৯০ পরিবারের মধ্যে (০৭ ফেব্রুয়ারী) বুধবার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র কম্বল বিতরণের সময়  উপস্থিত ছিলেন, টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কর্মধা ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, রাউৎগাও মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার নজির খান, রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার, কর্মধা নারী ইউপি সদস্য শিল্পী রানী দাস, টিলাগাও নারী ইউপি সদস্য প্রিয়া বেগম মনি, টিলাগাও ইউপি সচিব মোঃ তাজুল ইসলাম, কর্মধা ইউপি সচিব মোঃ বুরহান উদ্দিন, রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য দিপালী বেগম, পারুল মিয়া, সৈয়দ ইয়াসিন আলী, হাফিজা আব্দুর নূর, হাফিজা আব্দুল মতিন, এডভোকেট আব্দুস সালাম, মানব কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমদ, গাজী টিভির জেদ্দা প্রতিনিধি প্রবাসী সেলিম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, শিক্ষার্থী  বর্ণালী দাস, রসীম আলী, তারা মিয়া ও আবু মিয়া প্রমুখ।



প্রসঙ্গত, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ৫ম ধাপে এই ৩টি ইউনিয়নের ৯০ পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post