কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার রাউতগাও ইউনিয়নের লংলা রাশিদিয়া সমশেরিয়া হাফিজিয়া
মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৮
ফেব্রুয়ারী দুপুরে শাহ্ সৈয়দ রাশিদ
আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ
আমেরিকা (ইনক) এর সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর অর্থায়নে এ শীত বস্ত্র
প্রদান করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, রাউৎগাও মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার নজির খান, রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার, মজিরুন বেগম, রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য দিপালী বেগম, পারুল মিয়া, সৈয়দ ইয়াসিন আলী, হাফিজা আব্দুর নূর, হাফিজা আব্দুল মতিন, গাজী টিভির জেদ্দা প্রতিনিধি প্রবাসী সেলিম আহমদ।