বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়াদোত্তীর্ন পন্য বিক্রির দায়ে বেঙ্গল ফুডে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বীর নেতৃত্বে কুলাউড়া পৌরশহরে গত বুধবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বেঙ্গল ফুডের সত্বাধিকারী ফয়জুর রহমান ফুলের উপস্থিতিতে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্রমতে, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের নাকের ডগায় বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ন নকল পন্য সামগ্রী সংরক্ষন ও বিক্রি করে আসছে বেঙ্গল ফুড। পাশাপাশি শহরের অধিকাংশ ক্রেতা মেয়াদোত্তীর্ন খাবার খেয়ে মরনব্যাধি রোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকারি কর্মকর্তাদের সাথে ফয়জুর রহমান ফুলের আশালীন আচরণে ক্ষুদ্ব হয়ে ভোক্তা অধিকার আইনের কড়া সতর্কবার্তা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভোক্তা অধিকার আইনের আওতায় এনে ফয়জুর রহমান ফুলকে জেলহাজতে প্রেরণের জোর দাবি জানিয়েেছন স্থানীয় অধিকাংশ ক্রেতাগণ।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইউএনওকে সহযোগতিা করে তাঁর অফিসের ষ্টেনো মোঃ ফখর উদ্দিন ও কুলাউড়া থানা পুলিশ।