খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা শুরু

খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা শুরু


অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শনিবার বেলা ১১টার দিকে তিনি সভাস্থল রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে উপস্থিত হন। এরপরই কোরআন তেলাওয়াত ও শোক বার্তার মধ্য দিয়ে নির্বাহী কমিটির সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সঞ্চালনা করছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আসতে দেখা যায় বিএনপির জাতীয় কমিটির সদস্যদের। সেখানে আগত প্রতিনিধিদের অভ্যর্থনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Post a Comment

Previous Post Next Post