ওমরাহ পালন করলেন মাশরাফি


ওমরাহ পালন করলেন মাশরাফি


স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন। কিন্তু সেটি আর গোপন থাকতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, ছোট ছোট কেশবিন্যাসে সফেদ পাঞ্জাবিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে মাশরাফি।

আরেকটি ছবিতে মাশরাফির পাশে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকেও দেখা যায়। মাশরাফি-নুরুল দুজনেই ত্রিদেশীয় ওডিআই সিরিজ শেষে পবিত্র মক্কা শরিফে গিয়েছিলেন ওমরাহ পালন করতে। হঠাৎ করে নয়, ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকেই মাশরাফির পরিকল্পনা ছিল ওমরাহ করবেন।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে আছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। নুরুলের সঙ্গে তার স্ত্রী।পরিবার নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মঙ্গলবার। দুজন দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য। নুরুল জানিয়েছেন, তাঁরা ৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
এর আগে কয়েকদিন আগে ওমরাহ পালন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীসও।

Post a Comment

Previous Post Next Post