এখনও আপিল করতে পারেননি খালেদা জিয়ার আইনজীবীরা

এখনও আপিল করতে পারেননি খালেদা জিয়ার আইনজীবীরা



অনলাইন ডেস্ক: জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের কপি এখনও না পাওয়ায় আপিল করতে পারেননি খালেদা জিয়ার আইনজীবীরা। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, রায়ের কপি পেলে তারা বুধবার আপিল জমা দেওয়ার চেষ্টা করবেন। এদিকে, খালেদা জিয়ার সই করার জন্য কারাগারে ওকালতনামা পৌঁছে গেছে।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবার বেলা ১২টার দিকে সানাউল্লাহ মিয়াসহ চার আইনজীবী প্রথমে কারাগারের সামনে যান পরে যান কারা অধিদপ্তরে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

Post a Comment

Previous Post Next Post