জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় আদিবার কৃতিত্ব

জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় আদিবার কৃতিত্ব
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শিশু একাডেমী  কুলাউড়া শাখার আয়োজনে গত ২০ জানুয়ারি উপজেলা পর্যায়ে জাতীয়  শিশু  পুরষ্কার প্রতিযোগিতায় ক গ্রুপে ছড়া গান,ভাব সংগীত ও রবীন্দ্র সংগীতে চৌধুরী তাহিয়াত রহমান আদিবা প্রথম স্থান  অর্জন করেছে। এছাড়াও সে ২ ফ্রেব্রুয়ারি মৌলভীবাজার  জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় ছড়া  গানে ৩য় ও ভাব সংগীতে ২য় স্থান অর্জন করেছে। 
এক প্রতিক্রিয়ায় আদিবা জানায়, পড়ালেখার পাশাপাশি ছড়া গান,ভাব সংগীত ও রবীন্দ্র সংগীত শিখছি। আমার বিশ্বাস একদিন জাতীয় পর্যায়েও সাফল্য কুড়িয়ে আনতে পারব। আদিবা ব্যাংক কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বুনাম অর্জনকারী সহকারি শিক্ষিকা শিপা রহমানের কন্যা। সে সবার কাছে দোয়া কামনা করেছে।

Post a Comment

Previous Post Next Post